ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
দৌলতদিয়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে ঘর পুড়ে ছাই॥দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-১৯ ০৩:৩৬:১২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রোকন উদ্দিন বেপারী পাড়া এলাকায় গতকাল ১৮ই জুলাই বিকালে বৈদ্যুতিক সর্ট সার্কিটের সৃষ্ট আগুনে সোনাম উদ্দিন নামে এক ব্যক্তির একটি বসত ঘর পুড়ে গেছে। 

  স্থানীয়ারা জানায়, বিকেলে পাশের বাড়ীতে চিৎকার শুনে দ্রুত গিয়ে দেখেন সোনাম উদ্দিনের বসত ঘরে ভয়াবহ আগুন জ্বলছে। এলাকার সবাই দ্রুত এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

  গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ সাবেকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ধারণা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ