ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বালিয়াকান্দির ইসলামপুরে হেলিকপ্টারে চড়ে প্রবাসী ইউসুফ মোল্লা বিয়ে সম্পন্ন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৭-২০ ১৩:৫০:৩৩

বাবার শখ পূরণ করতে সাড়ে তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে মাত্র সাত কিলোমিটার দূরের পথ হেলিকপ্টারে চড়ে রাজকীয়ভাবে বিয়ে করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের বাসিন্দা প্রবাসী ইউসুফ মোল্লা।
  হেলিকপ্টারে কনের বাড়ীতে যেতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। হেলিকপ্টার থেকে নেমে বাদ্য-বাজনা বাজিয়ে ঘোড়ার গাড়ীতে চড়ে শ্বশুর বাড়ীর বিয়ের অনুষ্ঠানে যান তিনি। নিজ বাড়ী থেকে হেলিকপ্টার পর্যন্ত ইউসুফ মিয়া আসেনও ঘোড়ার গাড়িতে চড়ে। তার বিয়ের আয়োজন দেখে অবাক গ্রামবাসী।
  গতকাল ১৯শে জুলাই দুপুর ১টা ৩০ মিনিটে রামদিয়া বেনী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে চড়েন বর ইউসুফ মোল্লা। এ সময় তার সঙ্গে ছিলেন দুলাভাই জাফর শেখ ও ভাগ্নে-ভাগ্নি। 
  ৫ মিনিটেই কনের বাড়ী এলাকার রাজধরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে বরযাত্রীবাহী হেলিকপ্টারটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন ইউসুফ মোল্লা। আর এর মাধ্যমে বাবার স্বপ্ন পূরণ করেন তিনি।
  বরের আত্মীয় সাহিদুল ইসলাম বলেন, এক সময়ে গ্রাম বাংলার ঐতিহ্য ছিলো পালকিতে বিয়ে। কালক্রমে তা হারিয়ে গিয়ে এখন সাধারণত প্রাইভেটকার, বাসসহ অন্যান্য যানবাহনে বরযাত্রী আসা-যাওয়া করে। এই প্রথম আমি নিজ চোখে দেখলাম যে জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে বাড়ীতে গেলো। এমন শখ খুব কম মানুষেরই আছে। 
  স্থানীয় বাসিন্দা আইয়ুব বলেন, আমাদের এলাকাতে এই প্রথম হেলিকপ্টার আসলো তাও আবার বিয়ের জামাইকে নিতে। সত্যিই ভাবতেই অবাক লাগছে। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। 
  বরের পিতা ছমির মোল্লা বলেন, ছেলেকে ছোটবেলায় বলেছিলাম ‘তোমার বিয়েতে হেলিকপ্টারে তোমাকে নিয়ে যাবো’ সেই আশা আজ পূরণ হলো। হেলিকপ্টারের পাশাপাশি ঢাকা থেকে জোড়া ঘোড়ার গাড়িও এনেছি। খুব ভালো লাগছে আজ ইচ্ছাটা বাস্তবে রূপ নিয়েছে। সকল আইনগত নিয়ম কানুন মেনে আমি এই আয়োজন করেছি।
  বর ইউসুফ মোল্লা বলেন, বাবার ইচ্ছা ছিলো আমাকে হেলিকপ্টারে নিয়ে গিয়ে বিয়ে দেবে। সেই ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে। হেলিকপ্টারে বিয়ে করতে যাওয়ার অনুভূতিটা দারুণ। সকলে আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন।
  ইউসুফ মোল্লার দুলাভাই জাফর শেখ বলেন, আমার শশুরের শখ ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। তার শখ পূরণের জন্যই বিয়েতে এসব আয়োজন করা হয়। তিনি বলেন, হেলিকপ্টারটি সাড়ে তিন ঘন্টার জন্য সাড়ে তিন লাখ টাকা ভাড়া দেয়া হয়েছে। 
  উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের পুলিশ সদস্য মোঃ সিরাজুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ইউসুফ মোল্লার। এ বিয়েতে বর ছাড়া ৯০ জন বরযাত্রী মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহনে কন্যার বাড়ীতে যায়।

 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ