রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত ২৪শে জুলাই বিকালে ও সন্ধ্যায় পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ২জন বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার মৃতকুটি শেখের ছেলে মোঃ আজগর শেখ(৩৯) ও উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার রহিমের বাড়ীর ভাড়াটিয়া ওমর মোল্লার মেয়ে মোছাঃ মেঘলা ওরফে আশা বেগম(৩২)।
রাজবাড়ী ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খানের নেতৃত্বে গত ২৪শে জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া ১৫০ পিস ইয়াবাসহ আজগর শেখকে গ্রেফতার করে। অপর অভিযানে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১০ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা মোছাঃ মেঘলা ওরফে আশা বেগমকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।