ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
  • ফজলুল হক/রাকিবুল ইসলাম
  • ২০২৩-০৭-২৬ ০৪:৫৭:০৯

রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৫শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

  সকাল ১০টায় র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

  পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  এতে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দীক, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও সমবায় অফিসার মোঃ আঃ জব্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় ৩জন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

  এরপর দুপুরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়।

  আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

  উল্লেখ্য, কালুখালীতে গত ২৪শে জুলাই থেকে আগামী ৩০শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ