রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের নির্দেশনায় গতকাল ২৮শে জুলাই বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে ৫শত পিস ইয়াবাসহ বিক্রেতা শহিদুল খন্দকার ওরফে আম্বি শহিদ (৪২)কে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শহিদুল খন্দকার ওরফে আম্বি শহিদ বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বারের পাড়া গ্রামের মৃত সৈয়দ আলী খন্দকারের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত আম্বি শহিদ একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১২টি মামলা রয়েছে। গতকাল ২৮শে জুলাই বিকালে আম্বি শহিদকে ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।