বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার রায়ের প্রতিবাদে গতকাল ৩রা আগস্ট রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পৃথক দুইটি গ্রুপ।
জানা গেছে, গতকাল ৩রা আগস্ট বিকালে রাজবাড়ী শহরের আজাদী ময়দানের প্রবেশ মুখে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একাংশের কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে এই গ্রুপের বিক্ষোভ মিছিলটি বের হলে আজাদী ময়দানের প্রবেশ মুখে বাঁধা দেয় পুলিশ। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য-সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল জামান খাইরু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান ও সাবেক সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেলসহ অনেকে বক্তব্য রাখেন।
একই বিষয়ে গতকাল ৩রা আগস্ট বিকালে রাজবাড়ী সরকারী মহিলা কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আরেক গ্রুপের নেতাকর্মীরা। এ সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক সরকার ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক বক্তব্য রাখেন। বক্তাগণ অবিলম্বে রায় বাতিলের দাবী জানান।