রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপি অশান্ত হয়ে উঠছে। গত কয়েক দিনে সুবর্ণকোলা গ্রামের রিয়াজ মন্ডল ও রথীন্দ্র নাথ মন্ডল প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর এবারে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে কশবামাজাইল ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার মিন্টু মন্ডল(৪৫)।
আহত মিন্টু মেম্বার শোলুয়া গ্রামের মৃত তক্কেল মন্ডলের পুত্র।
জানা যায়, গতকাল ৫ই আগস্ট সন্ধ্যায় গড়াই নদীর নাদুরিয়া ঘাট বাজারে মিন্টু মন্ডলকে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তার হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ফাটা ভাঙ্গা ও রক্তাক্ত জখম হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, এর আগে গত ১৮ই জুলাই সকালে গড়াই নদীর কেওয়াগ্রাম ঘাটে প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হয় রিয়াজ মন্ডল। গত শুক্রবার সকালে সুবর্ণকোলা গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হয় রথীন্দ্র নাথ মন্ডল। রথীন্দ্র নাথ মন্ডল সুবর্ণকোলা গ্রামের পল্লী চিকিৎসক রবীন্দ্র নাথ মন্ডলের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় ইউপি মেম্বার মিন্টু মন্ডল প্রতিপক্ষের হামলার শিকার হয়। একেরপর এক হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠছে কশবামাজাইল ইউপি।
নাদুরিয়া ঘাটে ইউপি মেম্বার হামলার শিকার হওয়ার বিষয়ে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, একটি গোলযোগের খবর পেয়েছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।