রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান গতকাল ১০ই আগস্ট পাংশা থানাসহ প্রশাসনের একাধিক দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন।
জানা যায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় প্রথমে পাংশা থানা পরিদর্শন করেন। পাংশা থানার এসআই দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে পরিদর্শন সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে দাপ্তরিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানকে থানায় অভ্যর্থনা জানিয়ে পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করেন।
এ সময় পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল উপস্থিত ছিলেন।
পাংশা থানা পরিদর্শনের পর পর্যায়ক্রমে পাংশা উপজেলা ভূমি অফিস, পাংশা পৌর ভূমি অফিস, মৌরাট ইউনিয়ন ভূমি অফিস, মৌরাট ইউনিয়ন পরিষদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পাংশা পৌরসভার সত্যজিৎপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানকে অভ্যর্থনা জানায়। পরিদর্শনকালে তিনি প্রশাসনিক সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।