ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
সামাজিক দূরত্ব বজায় না থাকায় ফের বন্ধ করা হলো রাজবাড়ী বাজারের মার্কেট ও দোকানপাট
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৫-১৩ ১৯:০১:৩০
সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা অমান্য করায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে আজ ১৪ই মে থেকে ফের রাজবাড়ী বাজারের মার্কেট ও দোকানপাটগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ -মাতৃকণ্ঠ।

ক্রেতাদের উপচেপড়া ভিড় ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা অমান্য করায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে আজ ১৪ই মে থেকে ফের রাজবাড়ী বাজারের মার্কেট ও দোকানপাটগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
  গতকাল ১৩ই মে দুপুরে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, ঈদকে সামনে রেখে জীবন-জীবিকার জন্য সরকারী সিদ্ধান্তের আলোকে গত ১০ই মে থেকে রাজবাড়ী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের জন্য (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখা হচ্ছিল। কিন্তু ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা না মানায় এবং প্রচন্ড ভিড় সৃষ্টি হওয়ায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ফের বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
  তিনি আরও বলেন, সারা দেশের ন্যায় রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের পর আমরা সচেতনার জন্য মাইকিংসহ হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করি। কিন্তু রাজবাড়ী বাজারের মার্কেট ও দোকানপাটগুলোতে ক্রেতারা সামজিক দূরত্ব না মানায় করোনা ভাইরাসের সংক্রমণ ঘটার শংকায় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে ওষুধ, মুদী ও কৃষি যন্ত্রপাতির দোকানপাট খোলা রাখা যাবে। 
  এ ব্যাপারে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীরা নিতে পারেন। যেহেতু রাজবাড়ীর বাজারে বিপুল সংখ্যক ক্রেতাসহ সাধারণ মানুষের ভীড়ের সৃষ্টি হয়েছে, সেহেতু ব্যবসায়ী সংগঠনের এমন সিদ্ধান্ত সঠিকই হয়েছে। উপজেলা পর্যায়ের মার্কেট ও দোকানপাট খোলা রাখার ব্যাপারে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেয়া হবে।  

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ