রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন মোল্লা বোডিং থেকে গতকাল ১২ই আগস্ট সকালে হেরোইনসহ ৬জন মাদক বিক্রেতা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকার রফিক শেখের ছেলে রাসেল শেখ(২৭), একই উপজেলার দৌলতদিয়া ওহেদ ফকির পাড়া এলাকার নুর ইসলাম শেখের ছেলে হিরু শেখ(২৩), রাজবাড়ী সদর উপজেলার মধুপুর এলাকার মৃত রুহুল আমিন শেখের ছেলে জাহাঙ্গীর শেখ(৩৪), বালিয়াকান্দি উপজেলার রামদিয়া এলাকার জব্বার মোল্লার ছেলে রাসেল মোল্লা(২৬), মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা মধ্যপাড়া এলাকার হরযত মিয়ার ছেলে ভাসানী মিয়া(৩০) ও একই জেলার শিবালয় থানার শিমুলিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে কালাম(৩২)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গতকাল ১২ই আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন মোল্লা বোডিংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৭ গ্রাম হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামসহ উল্লেখিতদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রাসেল শেখের বিরুদ্ধে ৩টি মাদক মামলাসহ ৭টি, হিরু শেখের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ২টি, জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে ৩টি মাদক মামলা ও রাসেল মোল্লার বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।