রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী গতকাল ১৪ই আগস্ট বিকালে সদর উপজেলার বানিবহে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বানিবহ ইউপির সাবেক চেয়ারম্যান গুরুতর অসুস্থ মোঃ গোলাম মোস্তফা বাচ্চুকে দেখতে তার বাসভবনে যান। এ সময় তিনি তার পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। উল্লেখ্য, ডায়াবেটিক ও হৃদরোগসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন যাবৎ গোলাম মোস্তফা বাচ্চু অসুস্থ হয়ে হাসপাতাল ও নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।