ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
কালুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিক পালিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৮-১৫ ১৫:৫২:৫৩

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

  সকালে উপজেলা শহরের চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালুখালী থানা, পাংশা হাইওয়ে থানা, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতির কালুখালী সাব-জোনাল অফিস, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, অগ্রণী ব্যাংক লিঃ কালুখালী শাখা, সোনালী ব্যাংক লিঃ কালুখালী শাখা, ইউনিয়ন ব্যাংক লিঃ কালুখালী মহিলা কলেজসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী জানান।

  পরে বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব ঋণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, সহকারী কমিশনার(ভূমি) মেহেরুন্নাহার, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যনা শেখ এনায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ শ্রী তরুণ কুমার পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

  আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 
পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ