ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
গোয়ালন্দে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৪৮ হাফেজকে কোরআন উপহার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৮-১৭ ১৬:০২:০৫

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও ৪৮জন হাফেজকে কোরআন শরীফ উপহার দিয়েছে মোস্তফা ইয়ুথ ফাউন্ডেশন।

  গত ১৫ই আগস্ট বিকাল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদে পবিত্র কোরআন খতম, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, মোস্তফা ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম মুন্সী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার মোঃ লুৎফর রহমানসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

  দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ