ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-১৭ ১৬:০৩:১৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৭ই আগস্ট শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

  জানা যায়, গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়।

  এইচএসসি পরীক্ষার পাংশা সরকারী কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী জানান, পাংশা সরকারী কলেজ কেন্দ্রে ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাংশা মহিলা কলেজ কেন্দ্রের সচিব ও কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু জানান, পাংশা মহিলা কলেজ কেন্দ্রে ৮০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল এবং পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ