ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রামকান্তপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-১৮ ১৫:১৩:১৯

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে গতকাল ১৮ই আগস্ট বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  রাবেয়া-কাদের ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া বক্তব্য রাখেন।

  আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম মোল্লা। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া ও উপস্থাপনা করেন রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের সমন্বয়ক রেজাউল করিম আরজু ও আশা খাতুন।

  আলোচনা সভায় অংশ নেন শিশু শিক্ষার্থীরাও। বঙ্গবন্ধুর জীবনীর ওপর স্মৃতিচারণ করে অতিথিদের প্রশংসা কুড়ান এসব শিক্ষার্থীরা।

  পরে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দেশাত্ববোধক গান পরিবেশন করে এসব শিশু শিক্ষার্থীরা।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ