যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি গতকাল ১৮ই আগস্ট দুপুরে রাজবাড়ী জেলার পাংশা ডাক বাংলোয় গার্ড অব অনারের পর সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি পাংশা ডাক বাংলোয় আগমণ করলে পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে ডাকবাংলো মিলনায়তনে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা বিনিময়কালে বিশিষ্ট ব্যক্তিরা পাংশায় একটি স্টেডিয়ামের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি পাংশায় স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাস ও যশাই ইউপির চেয়ারম্যান মোঃ আবু হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।