ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বার্ষিকী পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-২০ ১৪:৪০:৫২

 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২০শে আগস্ট বিকালে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  র‌্যালীটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের ১নং রেলগেট এলাকা প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ লিয়াকত আলী বাবু ও প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজীব এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মুঞ্জুর হোসেন বক্তব্য রাখেন।

  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক খানের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম জান্নাতুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল জামান খায়রু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সাবেক সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল প্রমুখ বক্তব্য দেন।

  এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আঃ সালাম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহ্ববত হোসেন খোকন, যুবদল নেতা মাসুদুর রহমান লালসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ