গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২১শে আগস্ট বিকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল ও প্রচার সম্পাদক মোঃ লিয়াকত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত যত নৃশংসতার ঘটনা ঘটেছে তার মধ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা অন্যতম। ওই হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত ও ৪০০ জনের মতো আহত হন। এ ঘটনায় জড়িত সকলের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।