ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ইউএইচএন্ডএফপিও
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-২৬ ১৪:৫৭:৪৪

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডাঃ শারমিন আহমেদ তিথী গতকাল ২৬শে আগস্ট সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং হাবাসপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।

  জানা যায়, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী গতকাল শনিবার সকাল ১১টার সময় প্রথমে হাবাসপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনি হাবাসপুর বাজারের অদূরে অবস্থিত হাবাসপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

  পরিদর্শকালে তিনি উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সেবা কার্যক্রমের মান যাচাই, সেবা প্রদান ও সেবা গ্রহণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক পরামর্শ প্রদান করেন।

  সূত্র মতে, চলতি বছরের ২৫শে জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাঃ শারমিন আহমেদ তিথী। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করছেন।

  পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান জানান, পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ৪২টি কমিউনিটি ক্লিনিক আছে। এর মধ্যে ৪টি উপস্বাস্থ্য কেন্দ্র পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে পরিচালিত হয়। 

  তিনি আরো বলেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন গত বৃহস্পতিবার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউিনিটি ক্লিনিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম নিশ্চিতকরণের সার্বিক দিকনিদের্শনা প্রদান করেন।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ