রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল ২৮শে আগস্ট ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ৪টি ইউনিয়নের ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রসুল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম কৃষক কৃষানীদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন।