ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী ডিবির অভিযানে শ্রীপুর থেকে ৫জন জুয়াড়ী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-৩০ ১৪:৪২:১৬

রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ৩০শে আগস্ট বিকালে অভিযানে চালিয়ে শ্রীপুর এলাকা থেকে ৫ জন জুয়ারী গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার কৃষ্ণ সরকার(৩৪), ছেলে সুব্রত সরকার(৩০) ও তার ভাই আকাশ সরকার(২৮), মমিন মন্ডল(২৫) ও হোসনাবাদ এলাকার তামজিদ হোসেন(৩০)।

রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজবাড়ী পৌরসভার শ্রীপুর এলাকার মোঃ জাহিদ মোল্লার মেহগনি বাগানের ভিতর একদল জুয়ারী জুয়া খেলছে। বিষয়টি জানার পর ডিবির একটি দল তৎক্ষনাত সেখানে অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখিত ৫জন জুয়ারীসহ জুয়ার আসর থেকে নগদ ৩ হাজার ৩১০ টাকা ও বিভিন্ন রংয়ের তাসসহ হাতে নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ