রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ১লা সেপ্টেম্বর সকালে মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে কমিউনিটি কাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় স্থানীয় বাংলাপাড়া ফুটবল একাদশ ও মর্নিং ফুটবল ক্লাবের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়। ফাইনাল ম্যাচে ১-০ গোলে মর্নিং ফুটবল ক্লাব জয়লাভ করে। প্রতিপক্ষ বাংলাপাড়া ফুটবল একাদশের সাথে তিন ম্যাচের পয়েন্ট তালিকা সমান হওয়ায় বাংলাপাড়া ফুটবল একাদশ ও মর্নিং ফুটবল ক্লাবের মধ্যে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে ৩-২ গোলে বাংলাপাড়া ফুটবল একাদশকে হারিয়ে মর্নিং ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেল। তিনি ক্রীড়া চর্চায় মর্নিং ফুটবল ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মর্নিং ফুটবল ক্লাবের প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ, সমন্বয়ক শ্যামল কুমার, মর্নিং ফুটবল ক্লাবের টিম ডিরেক্টর সঞ্জয় কুমার, বাংলাপাড়া ফুটবল একাদশের টিম ডিরেক্টর রাম চন্দ্র দাস, মর্নিং ফুটবল ক্লাবের অধিনায়ক মোহাম্মদ, মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোক্তা ডাঃ মাহমুদ, আফ্রিদি ইলেক্টনিক্সের মালিক ফরিদ আহমেদ, শাজাহানুল হক(জুয়েল মাস্টার) প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মর্নিং ফুটবল ক্লাব প্রতিদিন সকাল ৬টায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পেশাজীবীদের সমন্বয় ফুটবল খেলা চর্চা করেন। এবারে ফাইনাল খেলায় মর্নিং ফুটবল ক্লাবের জার্সি স্পন্সর করেন রাজবাড়ীর কৃতি সন্তান আবুল কালাম আজাদ।
পাংশা মর্নিং ফুটবল ক্লাবের প্রধান সমন্বয়ক পলাশ প্রতিবছর কমিউনিটি ফুটবল কাপ আয়োজনের ঘোষণা দেন।