ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
রাজবাড়ীর আলীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা মারপিটে শিশুসহ ২জন গৃহবধু আহত
  • ইউসুফ মিয়া
  • ২০২০-০৫-১৪ ১৮:১১:৩১
রাজবাড়ী সদর উপজেলার পাঁচথুপি গ্রামে গত ১৩ই মে সকালে জমি দখলে বাঁধা দেয়ার জেরে মারপিটে আহত ২জন গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের পাঁচথুপি গ্রামে গত ১৩ই মে সকালে জমি দখলে বাঁধা দেয়ার জেরে শিশুসহ ২ জন গৃহবধূকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 
  থানায় দাখিলকৃত এজাহার ও অন্যান্য সূত্রে প্রকাশ, পাঁচথুপি গ্রামের মৃত ওহাব বেপারী ২৫ বছর পূর্বে তার আপন ভাই রশিদ বেপারীর কাছ থেকে বসতবাড়ী সংলগ্ন ২৫ শতাংশ জমি ক্রয় করে। ওহাব বেপারী মৃত্যুবরণ করার পর তার ছেলেরা চাষাবাদের মাধ্যমে জমিটি ভোগ-দখল করে আসছে। কিন্তু ওহাব বেপারী মারা যাওয়ার পর পার্শ্ববর্তী কোমরপাড়া গ্রামে বসবাসকারী রশিদ বেপারীর ছেলে ফিরোজ বেপারী(৪০) জমিটি জোরপূর্বক দখলে নেয়ার অপচেষ্টা শুরু করে। কয়েকদিন পূর্বে ফিরোজ বেপারী ওই জমিতে জোর করে কলা গাছ লাগাতে গেলে ওহাব বেপারীর ওয়ারিশরা বাঁধা দেয়। এ ব্যাপারে গত ৯ই মে ওহাব বেপারীর ছেলে আনোয়ার হোসেন তার চাচা ফিরোজ বেপারীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের বিষয়ে রাজবাড়ী থানার পুলিশ তদন্তে গেলে ফিরোজ বেপারী ক্ষুদ্ধ হয়। এর জেরে ১৩ই মে সকালে ফিরোজ বেপারী তার অনুগত ৩জন ভাতিজা সুজন বেপারী(২৫), লিটন বেপারী (২৭) ও সাইফুল বেপারী (২৫) এবং লোকমান মিজির ছেলে রহমান মিজি (৩৫)সহ অপরিচিত আরও ৪/৫ জনকে নিয়ে আনোয়ার হোসেনের বসতবাড়ীতে হামলা চালায়। এ সময় তারা আনোয়ার হোসেনকে মারতে উদ্যত হলে সে দৌড়ে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। আনোয়ার হোসেনের স্ত্রী মৌসুমী(২৫) ও তার ভাই আমির হোসেনের স্ত্রী জেসমিন(২৫) হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাদেরকে কাঠের বাটাম ও রড দিয়ে পিটিয়ে এবং এলোপাতাড়ীভাবে কিল-ঘুষি-লাথি দিয়ে মারপিট করে। এছাড়াও তারা আনোয়ার হোসেনের ৬ বছর বয়সী মেয়ে আনিশাকেও মারপিট করে। তাদের শোর-চিৎকারে রহিম বেপারীর ছেলে বাতেন বেপারী(৬০) ও কোরবান গাজীর ছেলে শাহ আলম গাজী (৪৫)সহ স্থানীয় লোকজন এবং রাজবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে রক্ষা করে। আহত মৌসুমী ও জেসমিনকে অজ্ঞান অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তাদেরকে মাত্র ১দিন হাসপাতালে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তারা বাড়ীতেই চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ওই দিনই আনোয়ার হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে। রাজবাড়ী থানার এস.আই জাহিদ-২ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ