রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই সেপ্টেম্বর সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বালিয়াকান্দি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।