ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ পাচারকারী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-১১ ১৫:২০:৪৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদককারবারীকে গ্রেফতার হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানায়, গত ১০ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ১৮ বোতল ফেন্সিডিলসহ যশোর জেলার বেনাপোল থানার পটুখালী গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে মোঃ রাকিব (১৯)কে গ্রেফতার করা হয়।

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে যাত্রীবেশে থাকা উল্লেখিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। 

 এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল সোমবার আদালতে প্রেরন করা হয়েছে। 

 তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের আরো একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

 

 

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ