ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-২১ ১৬:২৫:৫৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ২১শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা ও মহাসড়কে ট্রাকে খোলাভাবে বালু মাটি বহন না করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। এছাড়া পোড়াভিটায় মাদকের ওপর নিয়মিত অভিযান চালিয়ে মাদককারবারী ও সেবীদের গ্রেফতার, উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং কারীদের নজরদারী, মাদক, চুরি, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়াতে অভিভাবকদের সমন্বয়ে স্কুলে প্রচার প্রচারণা চালানো ও মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণার ব্যাপারে আলোকপাত করা হয়।
 আলোচনা করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে। সেই সাথে দ্রব্যমূল্যের বাজার তদারকি, লঞ্চে যাত্রীদের কাছে থাকা ব্যাগ বা অন্যান্য মালামালে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টিও তুলে ধরা হয়। এছাড়াও নাবালক ও অপ্রাপ্ত বয়স্ক মোটর সাইকেল চালক ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল বেপরোয়া অভারষ্পিডে চলাচল ও পৌরসভায় যত্রতত্র ইজিবাইক পার্কিং এর ব্যাপারেও আলোচনা করা হয়। ডেংগু নিয়ন্ত্রণে গোয়ালন্দ পৗরসভায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকা ও পর্যাপ্ত ফগার মেশিন না থাকার বিষয়টি তুলে ধরা হয়।
 অপরদিকে দৌলতদিয়ায় বিভিন্ন বোডিং ও চরকরর্ণেশন এলাকার কলাবাগানে জুয়া খেলার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ এবং গ্রামীণ জনপদের মাদকের ভয়াবহতা তুলে ধরা হয়।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ