ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোয়ালন্দের উজানচরে মহিলা এমপি রুমার উঠান বৈঠক
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৯-২৩ ১৫:৫১:৩৮

জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ, সরকারের উন্নয়ন ও সাফল্য এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২৩শে সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জয়েনুদ্দিনের মোড় জামতলা হাট এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
 উঠান বৈঠক ও মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা।
 প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, এদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি রাস্তা-ঘাট আজ পাকা করণ হয়েছে। বিধবা মায়েরা পাচ্ছেন বিধবা ভাতা, বয়স্করা পাচ্ছেন বয়স্ক ভাতা আর গর্ভবতী বোনেরা পাচ্ছে মাতৃকালীন ভাতা।
 তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্কুল কলেজে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তিসহ অগণিত উন্নয়ন চোখে পড়ে আমাদের। এ উন্নয়নের ধারা ধরে রাখতে ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে।
 রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ডাঃ রহিম মোল্লা, ছোট ভাকলা ইউনিয়ন যুব লীগ সভাপতি রতন চৌধুরী, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ কুব্বত, গোয়ালন্দ উপজেলা যুবলীগ নেতা বাদল চৌধুরী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) এবং সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর মেঝো ছেলে গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ হাসিনা ইসলাম, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মুক্তি রানী কর, গোয়ালন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান চৌধুরী, উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি আকলিমা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শামীম রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ