ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
রাজবাড়ীতে মাদক মামলার রায়ে ৩জনের যাবজ্জীবন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৯-২৫ ০০:০১:০৬

রাজবাড়ীতে মাদক মামলার রায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
 গতকাল ২৪শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় ঘোষণা করেন।
 রায়ে দন্ডপ্রাপ্তরা হলো- যশোর জেলার কাগমারীর বেনাপোল পোর্ট থানা এলাকার নুরুল হকের ছেলে আমিনুর রহমান(৩০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে শওকত আলী(১৮) ও  কুদ্দুস আলী বিশ্বাসের ছেলে কামরুল ইসলাম(১৮)।
 রায় ঘোষণার সময় আমিনুর রহমান উপস্থিত ছিলেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য দুই আসামী পলাতক ছিলেন।
 জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার এসআই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ২০০৯ সালের ১৫ই অক্টোবর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের ফিড মিলের সামনে যানবাহন তল্লাশীর সময় বেনাপোল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের বাস (যশোর-ব-০০৩৮) সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে উল্লেখিতদের কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো ৮ লিটার আমদানী নিষিদ্ধ ভারতীয় কডিনযুক্ত ফেন্সিডিল উদ্ধার করে। পরে এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আইনজীবী আবু বক্কর বলেন, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় বিচারক আসামীদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় একজন উপস্থিত ছিল, তাকে কারাগারে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্ত বাকি ২জন পলাতক রয়েছে।

রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নে ইমাম কমিটির কাউন্সিলে নতুন কমিটি গঠন
বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ॥চলছে ফেরী
বৃষ্টিতে পানিতে রাজবাড়ীর ৫২৪ হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে
সর্বশেষ সংবাদ