রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৫ বছর আগে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গতকাল ২৫শে সেপ্টেম্বর দুপুরে মোবাইলের প্রকৃত মালিকের হাতে সেটটি ফিরিয়ে দিয়েছে পুলিশ।
থানা পুলিশ জানায়, ২০১৮ সালে ঢাকা থেকে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়ার ঝধসংঁহম ল৭ মোবাইল ফোনটি হারিয়ে যায়। তিনি নিজেই ব্যক্তিগতভাবে খোঁজ করার পর না পেয়ে অবশেষে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এরপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খাগড়াছড়ির রামগর থানা এলাকা থেকে ফোনটি ৫ বছর পর উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার মোঃ ছিদ্দিক মিয়ার হাতে ফোনটি তুলে দেন।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মোঃ ছিদ্দিক মিয়া বলেন, ফোনটি ফিরে পাবো তা কখনো ভাবতেও পারিনি।
হারানো ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ কর্মকর্তারা নানা কাজে ব্যস্ত থাকে। তারপরও তারা পেশাদার। অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে আমরা চেষ্টা করি। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর সার্চ করে আমরা অনেক মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছি।