ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৯-২৭ ০২:২১:৩৩

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে অভ্যন্তরীণ ১০টি জলাভূমি/বর্ষাপ্লাবিতধানক্ষেত/প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
 গতকাল ২৬শে সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পাংশা উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
 পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ।
এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, এর আগেও মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুর-জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ