রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল ২৭শে সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজদ, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, বালিয়াকান্দি সদর ইউ পি চেয়ারম্যান আলমগীর বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বর্ষায় প্লাবিত জলাশয়ে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে একশত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।