রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার নবাগত নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন গত ৫ই অক্টোবর কর্মস্থলে যোগদান করেছেন।
এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
গতকাল ৬ই অক্টোবর দৈনিক মাতৃকণ্ঠের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কালুখালী উপজেলায় যে সমস্ত জায়গায় উন্নয়ন হয়নি সেগুলোকে চিহ্নিত করে সার্বিক উন্নয়ন করা হবে।
তিনি বলেন, কৃষিখাত, শিক্ষা ব্যবস্থা, প্রাণিসম্পদ, স্কুল কলেজ সর্বক্ষেত্রে নজর দেওয়া হবে। বিশেষ করে বাল্যবিবাহ মাদক ইভটিজিং রোধে সবসময় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অবহেলিত প্রত্যেক জায়গায় কাজ করাসহ ২০৩০ সালের মধ্যে এসডিজি গোল্ড বাস্তবায়নে কাজ করার অভিমত প্রকাশ করেন তিনি।