রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাম রাজনৈতিক ব্যক্তিত্ব গণমানুষের সংগ্রামী সৈনিক যার শ্লোগান ছিল “দুনিয়ার মজদুর এক হও” সেই প্রখ্যাত জ্যোতিস্ক শাস্ত্রবিদ ভাবতান্ত্রিক সাধক প্রয়াত মোকছেদ আলী মন্ডলের স্মরণে গতকাল ১২ই অক্টোবর বিকালে সাংস্কৃতিক ও ভাবসভা অনুষ্ঠিত হয়েছে।
বিএসএফএ বাউল সাংস্কৃতিক ফোরাম ও একাডেমী কালুখালীর আয়োজনে উপজেলার রতনদিয়া বাজারস্থ খান মার্কেটে বিএসএফএ বাউল সাংস্কৃতিক ফোরাম একাডেমীর আঙ্গিনায় এ সাংস্কৃতিক ও ভাবসভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে মোঃ জাহিদ হোসেন, সামাজিক ব্যক্তিত্ব মোঃ আজিজুল ইসলাম শাহা আজিজ, বাউল সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান কামরুল, সদস্য মোঃ আলী আকবর মোল্লা শ্যাম, মোঃ তোমসেল মন্ডল, প্রয়াত সাধক মকছেদ আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন মন্ডলসহ অন্যান্যরা স্মৃতি চারণস্বরূপ বক্তব্য প্রদান করেন।
আলোচনায় সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, জীবদ্দশায় মোকসেদ আলী মন্ডল প্রতিবাদী ও সংগ্রামী বাউল ঘরানার একজন মানুষ ছিলেন। আলোচনা শেষে সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীত শিল্পী আয়শা উচমান উর্মী, মির রাজা, বিশিষ্ট গায়ক মন্টু বয়াতী, কামরুল বাউল ও শরিফুল ইসলাম টুটুল প্রমুখ।