ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
অসাধু কিছু কর্মচারীর যোগসাজসে ঘটছে চুরি অভিযোগ গ্রাহকের॥রাজবাড়ী জেলায় ৯ মাসে ৪৯টি ট্রান্সফরমার চুরি
  • আশিকুর রহমান
  • ২০২৩-১০-১৩ ১৫:৪৮:৫১

 রাজবাড়ীতে বেড়েছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা। আর নতুন ট্রান্সফরমার পেতে ভর্তুকি গুনতে হচ্ছে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের।
 গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের অসাধু কিছু কর্মচারীর যোগসাজসেই প্রতিনিয়ত ঘটছে এ চুরি। এ বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো গ্রাহকদের আরও সতর্ক হতে বলছে পল্লী বিদ্যুৎ সমিতি। আর অভিযোগ পেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলায় চলতি বছরের জানুয়ারী থেকে অক্টোবর মাসের ৮ তারিখ পর্যন্ত চুরি হয়েছে ৪৯টি ট্রান্সফরমার। এরমধ্যে ১৯টি ৫ কিলোভোল্ট, ২০টি ১০ কিলোভোল্ট, ৯টি ১৫ কিলোভোল্ট ও একটি ২৫ কিলোভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার রয়েছে। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
 পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজারের দাবী, এসব চুরির ঘটনায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। উদ্ধার করা যায়নি চুরি হওয়া কোনো ট্রান্সফরমার।
 আর পুলিশ সুপার বলছেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি তিনি জানেনই না। এসব বিষয়ে থানায় কোন মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তার।
 এদিকে পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার পেতে এর অর্ধেক মূল্য পরিশোধ করতে হয় গ্রাহকদের। আর দ্বিতীয়বার চুরি হলে ট্রান্সফরমারের পুরো মূল্য পরিশোধ করতে হয় গ্রাহকদের। নতুন ট্রান্সফরমারের মূল্য পরিশোধ করতে গিয়ে হিমশিম খান দরিদ্র গ্রাহকরা।
 ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, দক্ষ না হলে কারও পক্ষে ভারী এসব ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি করা সম্ভব নয়। তাই ট্রান্সফরমার চুরির সঙ্গে পল্লী বিদ্যুতের অসাধু কর্মচারীরা জড়িত বলে ধারণা তাদের। ট্রান্সফরমারে মূল্যবান তামার কয়েলসহ বিভিন্ন সরঞ্জাম থাকে। মূলত দামী কয়েলের কারণেই ট্রান্সফরমার চুরি হয়।
 গত ৮ই অক্টোবর দিনগত রাতে রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর ও গোপিনাথদিয়া গ্রামে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি হয় ১০ কিলোভোল্ট অ্যাম্পিয়ারের ২টি ট্রান্সফরমার। ট্রান্সফরমার ২টি চুরি হওয়াতে চরম বিপাকে পড়েছে আওতাধীন অন্তত ৪০টি পরিবার। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে থাকতে হচ্ছে তাদের। ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা-ভ্যান চার্জ দিতে পারছে না অনেকেই। তার ওপর আবার মাথায় ভর করেছে নতুন  ট্রান্সফরমারের জন্য বিদ্যুৎ অফিসে টাকা জমা দেয়ার দুচিন্তা।
 ইন্দ্রনারায়নপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক জামেনা বেগম বলেন, ‘আমরা গরীব মানুষ। দিন আনি দিন খাই। ট্রান্সফরমার চুরি হওয়াতে বিদ্যুৎ অফিসের লোকজন আমাকে ১ হাজার ৭০০ টাকা জমা দিতে বলেছে। আমার পক্ষে হুট করে এতগুলা টাকা দেওয়া অনেক কষ্টের। আমার ওপর জুলুম করা হচ্ছে। টাকা না দিলে তারা বিদ্যুৎ দিবেনা বলে জানিয়েছে।’
 একই গ্রামের গ্রাহক রিয়াজুল করিম বলেন, ‘ট্রান্সফরমার চুরি হওয়ার পর অর্ধেক টাকা ভর্তুকি আমরা কেন দিবো? এটা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। চোরের চুরির জরিমানার বোঝা গ্রাহকদের ঘাড়ে চাপানো হয় কেন? এই সিস্টেম বাতিল করার দাবী জানাই।’
 মনির মোল্লা নামে এক গ্রাহক বলেন, ‘একটি ট্রান্সফরমারের ওজন অনেক। এত বড় একটা জিনিস কীভাবে চুরি হয়। আর সাধারণ কোনো মানুষ এটি খুলতে গেলে কারেন্টের শক খেয়ে মারা যাবে। আমাদের ধারণা, এই চুরির সঙ্গে পল্লী বিদ্যুতের লোকেরা জড়িত। কারণ, যার অভিজ্ঞতা আছে সেই এই কাজ করতে পারে।’
 রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মকবুল হোসেন বলেন, ‘চলতি বছরে ৪৯টি ট্রান্সফরমার চুরির ঘটনায় আমরা সংশ্লিষ্ট থানায় বিভিন্ন সময় অভিযোগ করেছি। তবে এ পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। উদ্ধার করা যায়নি চুরি হওয়া কোনো ট্রান্সফরমার।’
 ট্রান্সফরমার চুরি ঠেকাতে গ্রাহকদের সচেতন হবার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘গভীর রাতে বিদ্যুৎ চলে গেলে বাইরে বের হয়ে টর্চলাইট মেরে দেখতে হবে এবং চোরদের তাড়া করতে হবে। এ কাজটা করলে চুরি অনেকটা কমে আসবে।’
 রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি আমার জানা ছিলনা। আর এ ব্যাপারে থানায় কোন মামলাও হয়নি। ফলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। নিশ্চই একটি চক্র ট্রান্সফরমারগুলো চুরি করছে। যেহেতু আমি শুনলাম, এখন থেকে প্রত্যেকটি ঘটনাতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ