ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী কালামের পিতা মহসিন মিয়ার ইন্তেকাল
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-১৪ ১৭:০৫:২৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পিতা মহসিন আলী মিয়া(৯৩) গতকাল ১৪ই অক্টোবর দুপুর ১২টার দিকে পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  মহসিন আলী মিয়া পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
 জানা যায়, গতকাল শনিবার বিকাল ৫টায় মাগুড়াডাঙ্গী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন রাজবাড়ীর বৃচাত্রা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ হাই জোয়ার্দ্দার।
 পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুকুর বিশ্বাস ও ফজলে আলী ফারুক, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, যশাই ইউপির সাবেক চেয়ারম্যান চাঁদ আলী খান, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক শাহাদত আলী, সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহমুদ, পরানপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তাফা চৌধুরী, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার মাহবুব হোসেন রিপন, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেন, পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মুন্সীসহ বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
 জানাজার নামাজের আগে পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র মনজুর রহমান মাস্টার ও রোকনুজ্জামান সালাম পিতার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
 মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র সন্তান মনজুর রহমান মাস্টার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মনছুর রহমান, নৌবাহিনীর পেটি অফিসার রোকনুজ্জামান সালাম ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাতি নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 পাংশা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নেতৃবৃন্দ মহসিন আলী মিয়ার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ