ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
গোয়ালন্দের অন্তার মোড়ে মা ইলিশ রক্ষায় সচেতনামূলক সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৪ ১৭:০৬:৩৫

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তার মোড় এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৪ই অক্টোবর বিকালে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত‘ উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান বক্তব্য রাখেন।
 এতে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের দায়িত্বে থাকা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলামসহ স্থানীয় মৎস্যজীবী ও জেলেরা বক্তব্য দেন।
 বক্তারা বলেন, সারা বছরের জাটকা রক্ষায় ২ মাস এবং মা ইলিশ রক্ষায় ২২ দিন বন্ধ থাকে। ১২ই অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। আইন অমান্য করে কেউ নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়’ গত ১২ই অক্টোবর হতে আগামী ২রা নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ