ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় দুই ইউপিতে মানবিক সহায়তাপ্রাপ্ত উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময়
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-১৮ ০০:০০:১৭

রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ১৬ই অক্টোবর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়ন এবং কলিমহর ইউনিয়নে বর্তমান সরকারের মানবিক সহায়তাপ্রাপ্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন।
 দুপুরে কশবামাজইল ইউনিয়নে ও বিকালে কলিমহর ইউনিয়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 কশবামাজাইল ইউপি ঃ কশবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজ মাঠে ইউপি চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে কশবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার বক্তব্য দেন।
 কলিমহর ইউপি ঃ সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
 ইউপি চেয়ারম্যান বিলকিছ বানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।
 এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী বক্তব্য রাখেন। এতে উপস্থাপনা করেন কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার।
 মতবিনিময় সভায় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বর্তমান সরকারের উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন। একই সাথে তিনি বিএনপি সরকারের সময়ে দুঃশাসনের সমালোচনা করেন।
 তিনি বলেন, অতি দরিদ্র মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ও ভিজিএফ প্রভৃতি কর্মসূচীর আওতায় সুবিধাভোগ করছে। এসবই শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। বর্তমানে দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে। তাদের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান তিনি।
 এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম নিজে হাত উঁচু করে উপস্থিত হাজারো নারী পুরুষের হাত প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি নেন। উভয় মতবিনিময় সভায় বর্তমান সরকারের কয়েক হাজার উপকারভোগীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচীর সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভার পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে কর্মী সমাবেশ করছেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। ফলে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠছে।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ