রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারের মাল্লাপট্টি এলাকায় দুটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার পাট ও ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গত ১৬ই অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া বলেন, ২টি গোডাউনে গত ১৬ই অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার কিছুক্ষণ আগে ধোয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আগুন নেভানোর জন্য গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কোনও কারণ জানা যায়নি।
ভুক্তভোগী ও পাট ব্যবসায়ী সঞ্জয় বলেন, তিনি সন্ধ্যার পর গোডাউন বন্ধ করে বাড়ীতে চলে যান। পরে রাত সাড়ে ১২ টার কিছুক্ষণ আগে খবর শুনতে পান তার পাটের গোডাউনে আগুন লেগেছে। তিনি এসে দেখতে পান ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এই আগুনে গোডাউনে রাখা তার সাড়ে ৯শ মণ পাট পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।
তিনি আরো বলেন, আমার পাশের আরেকটি গোডাউনে মামুন ও সামসুল আলমের ১টি গোডাউনে ১৫ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৫শ মণ পাট ছিলো তা পুড়ে গেছে।
তিনি বলেন, আমাদের ঘর ও পাটসহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ সাবেকুল ইসলাম বলেন, গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি এলাকায় গত ১৬ই অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালাই। সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাও তদন্ত করে জানা যাবে।