ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বাহাদুরপুরে মানবিক সহায়তাপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভা ও বাবুপাড়ায় কর্মী সমাবেশ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-১৮ ০০:৩৫:২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ১৭ই অক্টোবর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান সরকারের মানবিক সহায়তা প্রাপ্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা এবং বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ করেছেন।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ দুপুরে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকালে বাবুপাড়া দাখিল মাদ্রাসা মাঠে বাবুপাড়া ইউপি আওয়ামী লীগ উল্লেখিত কর্মসূচির আয়োজন করে।
বাহাদুরপুর ইউপি ঃ দুপুরে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেনের সভাপতিত্বে সরকারের মানবিক সহায়তা প্রাপ্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
 সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল প্রমুখ বক্তব্য রাখেন।
বাবুপাড়া ইউপিঃ বাবুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আঃ মালেক বিশ্বাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন। কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান।

 

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ