ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
নারুয়ায় সরকারের উপকারভোগীদের সাথে সংসদ সদস্যর মতবিনিময় সভা
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-১০-২৬ ১৩:১২:০২

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ডব্লিউবি ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাসহ সকল উপকারভোগী নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৫শে অক্টোবর সকালে নারুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

 প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিল্লুল হাকিম বলেন, বর্তমান সরকার উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধি করেছে। মানুষ এখন ভালো আছে। আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসলে উপকারভোগীদের সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভাতা বন্ধ হবে। 

 নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। 

 এ সময় জংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বারিক বিশ্বাস, জংগল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাসসহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ