ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালিকাপুরে সরকারের সহায়তাপ্রাপ্ত উপকারভোগীদের সাথে এমপি জিল্লুল হাকিমের মতবিনিময় সভা
  • ফজলুল হক/রাকিবুল ইসলাম
  • ২০২৩-১০-২৬ ১৪:৩৪:৪৭

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে সরকারের মানবিক সহায়তাপ্রাপ্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৬শে অক্টোবর বিকালে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

 কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আরশেদ আলী খান মধু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মীর আব্দুল বাতেন ও কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী বক্তব্য রাখেন।

 প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। সকল বিভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে বাড়ী বাড়ী গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। বিএনপির আমলে এই কালিকাপুর ইউনিয়নে এক ইঞ্চি রাস্তাও করে নাই। তারা শুধু রাস্তার গাছ কেটে নিজেরা ভোগ করতো। বিএনপি শুধু বন্ধ করতে পারে, চালু করতে পারে না। বিএনপির আমলে ভাটিয়াপাড়া রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো, বর্তমানে সেই লাইনে নতুন ট্রেন চলছে। আগামী ১লা নভেম্বর থেকে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হচ্ছে। আপনারা আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আপরাদের বাড়ীর সামনের রাস্তা পর্যন্ত পাকা করে দেওয়া হবে-ইনশাআল্লাহ। 

 মতবিনিময় সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ সাবিনা, কালিকাপুর ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, আঃ জব্বার জুলু, মোঃ মনোয়ার হোসেন, রিপন মন্ডল ও কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ