ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
ঢাকায় আ’লীগের শান্তি সমাবেশে রাজবাড়ী জেলার ৩ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১০-২৯ ০৯:০৫:০৩

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গতকাল ২৮শে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 জানা গেছে, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্দেশনা ও তত্ত্বাবধানে গতকাল ২৮শে অক্টোবর সকাল ৬টায় জেলার বিভিন্ন স্থান থেকে ৪০টি বাসযোগে আড়াই হাজার নেতাকর্মী সেখানে গিয়ে অংশগ্রহণ করে। এছাড়াও ঢাকাস্থ আরো প্রায় ৫শতাধিক নেতাকর্মী শান্তি সমাবেশে যোগদান করে।

 শান্তি সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আশিক মাহমুদ মিতুল, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইয়রুল ইসলাম খায়ের, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিল, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমান সরদার, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম.এ মতিন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 
ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ