ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-০২ ১৬:১০:৫১

রাজবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে “কারিগরি শিক্ষাই শক্তি বেকারত্বের মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১লা নভেম্বর সকালে উৎসবমুখর পরিবেশে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

 পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে মোঃ গোলাম ফারুক মিঞা ও মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল।

 বক্তারা বেকারত্ব দূরীকরণসহ আর্থসামজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বারোপ করেন। একই সাথে পাংশা পলিটেকনিক ইন্সটিটিউট পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

 অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধা ফুলেল স্টিকার দিয়ে বরণ করা হয়। পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ