রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাহিত্য গবেষক ও লেখক অধ্যাপক আবুল হোসেন মল্লিকের(মল্লিক স্যার) ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ৪ঠা নভেম্বর বিকালে মিডিয়া কমিউনিটি সেন্টারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ২০২০ সালের ২৮শে অক্টোবর সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের নারায়নপুর নিজ গ্রামের বাড়ীতে ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে হাবাসপুর বাণী পাঠাগারের সভাপতি, বিশিষ্ট কবি ও লেখক, বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তৈয়েবুর রহমান ও পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ তোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি একেএম শরিফুল হুদা সাগর মাস্টার, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি শেখ মুন্নু বাংলা ভাষী, কবি মোঃ এবাদত আলী সেখ, পাংশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মোঃ রাকিবুল ইসলাম শামীম, কাব্যপাড়ের সেতু গ্রন্থের লেখক ও ছড়াকার মোঃ আবুল হাশেম ও অধ্যাপক আবুল হোসেন মল্লিকের ভাতিজা মোঃ আরিফুল ইসলাম মাস্টার প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন। বক্তারা অধ্যাপক আবুল হোসেন মল্লিকের সাহিত্য গবেষণা ও কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাঃ আব্দুর রউফ ও ভূগোল বিভাগের প্রভাষক মোঃ সাইদুর রহমান, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ কায়সার আলী, পাংশা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কবি ষড়জিৎ বিষ্ণু শ্যাম, কবি উত্তম মিত্র ও কবি ফিরোজ মাহমুদ মুক্তার, ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ও আবু বক্কার, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা ওলামা লীগের সভাপতি ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।
উল্লেখ্য, অধ্যাপক আবুল হোসেন মল্লিকের সাহিত্যসেবা ও গবেষণা কর্মের উল্লেখযোগ্য নিদর্শন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এয়াকুব আলী চৌধুরী জীবন ও সাহিত্য(১৯৮৬)। এছাড়াও তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে মহৎ জীবনের সাধক হও, ইসলামি চিন্তাবিদ ও সুসাহিত্যিক মাওলানা আব্দুল জব্বার সিদ্দিকী, কহিনূর সম্পাদক রওশন আলী চৌধুরী ঃ জীবন কর্ম ও সাংবাদিকতা, খাতক সম্পাদক খন্দকার নজির উদ্দিন আহমেদ ঃ জীবন কর্ম ও সাংবাদিকতা, সংবাদপত্র ও সাংবাদিকতায় রাজবাড়ী জেলার অবদান, প্রবন্ধ বিচিত্রা, ইসলামি কালচার, ইবাদত বা ধর্ম সাধনা, অন্ধকারে আলোর উঁকি, কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আকবর আলী মল্লিকের সংক্ষিপ্ত জীবন রচিত, পাংশা জর্জ হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠার ইতিহাস, খান বাহাদুর নাদির হোসেন-ফরিদপুর জেলা বোর্ডের প্রথম চেয়ারম্যান, কয়েকজন মনীষীর জীবনলেখা, কামারখালী ঘাটের মুক্তিযুদ্ধ, ম্যালেরিয়া বিজ্ঞানী ডক্টর গোলাম রব্বানী স্মৃতিকথা প্রভৃতি।