ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
২২দিনের নিষেধাজ্ঞায় ইলিশ শিকার দায়ে রাজবাড়ী জেলায় ৪৮জন জেলের কারাদন্ড
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১১-০৪ ১৬:২৮:৩০

ইলিশের প্রজজন মৌসুমে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ী জেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ৪৮ জন জেলেকে কারাদন্ড প্রদান, ৪৭০ কেজি ইলিশ ও প্রায় ১৭ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে মোবাইল কোর্ট।

 অপরদিকে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ শিকার নিষেধাজ্ঞা শেষে গত শুক্রবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেলার বিভিন্ন মৎস্য আড়ৎগুলোতে।

 গতকাল ৪ঠা নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের মাছের আড়ৎগুলোতে দেখা মিলেছে প্রচুর পরিমাণে ইলিশ মাছের। ক্রেড়া ও বিক্রেতাদের ভিড় যেন লোকে লোকারণ্য পরিণত হয়েছে। 

 রাজবাড়ী জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ের তথ্য মতে, মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ২২দিনে রাজবাড়ী সদর, কালুখালী, পাংশা ও গোয়ালন্দে উপজেলাধীন পদ্মা নদীতে ৩৭৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৭০ কেজি ইলিশ জব্দ, ১৬.৭ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার ও  ৪৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।  

 মোবাইল কোর্ট ২১জন জেলেকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করে এবং জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

 রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশ নিরাপদ প্রজনন রক্ষায় আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিল। অভিযানে মৎস্য বিভাগকে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতা করেছে। আমরা ইলিশ ধরা থেকে বিরত জেলেদের ২৫ কেজি করে চাল দিয়েছি। তাদের সচেতন করেছি। কারণ এসব ইলিশ ডিম ছাড়লে এবং বড় হলে তারাই লাভবান হবে। তারপরেও যারা আইন অমান্য করে মা ইলিশ ধরেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ