রাজবাড়ী জেলার গোয়ালন্দ ক্লাবের নব-নির্বাচিত কমিটির(২০২৩-২০২৪) সদস্যরা গত ৫ই নভেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করে।
গত ২৭শে অক্টোবর গোয়ালন্দ প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে মোহনা টিভি ও দৈনিক ভৈারের পাতার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ শামীম শেখ নির্বাচিত হয়।
গত সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার নির্মল কুমার চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শামীম। এ সময় অতিথিবৃন্দ ও ক্লাবের সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয়।
জানা গেছে, গত ২৭শে অক্টোবর গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোহনা টিভি ও দৈনিক ভোরের পাতার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস নির্বাচিত হন।