ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে প্রয়াত কমরেড নাজিম উদ্দিন শেখের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
  • ফজলুল হক
  • ২০২৩-১১-০৬ ১৪:৩৪:৫৯

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারস্থ শুকুর মার্কেটে বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির উদ্যোগে গতকাল ৬ই নভেম্বর বিকালে প্রয়াত কমরেড নাজিম উদ্দিন শেখের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার। 

 কালুখালী উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক মোল্লা শাহাদাৎ হোসেন, যুব মৈত্রীর রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাহমুদ, আব্দুল গণি খান ও মোঃ ওলি আহমেদ প্রমুখ। 

 স্মরণ সভায় প্রয়াত কমরেড নাজিম উদ্দিন সম্পর্কে বলেন, তিনি ছিলেন একজন সংগ্রামী সাহসী সৈনিক। তিনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কৃষকদের ন্যায়ের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। 

 স্মরণ সভা সঞ্চালনা করেন কালুখালী উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম মোল্লা। স্মরণ সভা শেষে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ