ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে বিএনপি-জামায়াতে নৃশংস বর্বরতা বিরুদ্ধে মহিলা আ’লীগের মানববন্ধন কর্মসূচি
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১১-১০ ১৫:৪৮:৪৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত ৯ই নভেম্বর সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়াতে নারী সমাজের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 মানববন্ধন কর্মসূচিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধূরী রুমা বক্তব্য রাখেন। এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগমসহ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, শান্তিপূর্ণ এদেশে বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে বাংলাদেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা, আগুন দিয়ে জ¦ালাও পোড়াও, ভাংচুর, হত্যা সহ অশান্তি শুরু করেছে এর প্রতিবাদে মাঠে কাজ করছে মহিলা আওয়ামী লীগ। বিএনপি বুঝে গেছে, তারা নির্বাচনে এলে বিজয়ী হতে পাবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই তাদের এই অগ্নিকার্যক্রম, হত্যা, হরতাল, অবরোধ শুরু করেছে। বিএনপি চায় না এদেশের জনগণ শান্তি ও নিরাপদে থাকুক। এদেশকে শান্তিতে রাখতে আমাদের আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় বসাতে কাধে কাধ মিলে কাজ করবো। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ