ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
বালিয়াকান্দি উপজেলার সাধুখালীর নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শনে এমপি
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১১-১১ ১৭:১৯:১৪

বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে সাধুখালী স্বর্গীয় ননী গোপাল রায়ের বাড়ীতে তিন দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান গতকাল ১১ই নভেম্বর সন্ধ্যায় পরিদর্শন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 
 পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
 এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম, রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ অপূর্ব রায় উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকার শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলে কাজ করতে হবে। বর্তমান সরকার এদেশের উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছেন। প্রত্যন্ত অঞ্চলের মাটির রাস্তাটি আজ পাকাকরণ, ঘরে ঘরে পৌছে গেছে অন্ধকার দূরীকরণ বিদ্যুৎ বাতি। শান্তিপূর্ণ এদেশে অশান্তি, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধ  করে বিএনপি কোনদিনই ক্ষমতায় যেতে পারবে না। আওয়ামী লীগ আগুন দিয়ে মানুষ মারা রাজনীতি করে না।  তাই আমাদের তৃণমুল থেকেই প্রত্যেক ঘরে ঘরে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারকে পূণরায় প্রধানমন্ত্রী করতে হবে। 

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ