ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১১-১৪ ১৪:৫৭:২১

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পৃথক ৬টি প্রকল্পের আওতায় রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। 
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ১৪ই নভেম্বর তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি দেশের বিভিন্ন স্থানের ৯হাজার ৯৯৫টি অবকাঠামো নির্মাণ সমাপ্ত কাজের উদ্বোধন এবং ৪৬টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ১২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
 রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন জানান, ৪২ কোটি ১২ লক্ষ ৩ হাজার টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের আওতায় জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
 এর মধ্যে যথাক্রমে- শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারী পোস্ট গ্রাজুয়েট কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮৬.১৫ লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ী সরকারী কলেজের ৫তলা ভিত বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলার ৩টি বেসরকারী কলেজের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৮৫.৭৫ লক্ষ টাকা ব্যয়ে পাংশা উপজেলার ড. কাজী মোতাহার হোসেন কলেজের প্রশাসনিক কাম-একাডেমিক ভবন নির্মাণ কাজ, নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২৯১.১৩ লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুলের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, একই প্রকল্পের আওতায় ২৯৭.৪০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, ২৯৪.৩৯ লক্ষ টাকা ব্যয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, ২৫২.০৪ লক্ষ টাকা ব্যয়ে পাংশা শহরের পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, ৩৫২.৫৯ লক্ষ টাকা ব্যয়ে পাংশা উপজেলার যশাই উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এবং ২৪৫.৪৫ লক্ষ টাকা ব্যয়ে কালুখালী উপজেলার কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ, পরিচালন বাজেট(রাজস্ব ৭০১৬) প্রকল্পের আওতায় ৮০.৭৫ লক্ষ টাকা ব্যয়ে বালিয়াকান্দি উপজেলার ইন্দুরদি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি(১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ৭৩১.৫৮ টাকা ব্যয়ে রাজবাড়ী শহরস্থ রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা একাডেমিক কাম-ওয়ার্কসপ নির্মাণ কাজ এবং নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮৫.১১ লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ী সদর উপজেলার মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাজিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ এবং ৩০৯.৬৯ লক্ষ টাকা ব্যয়ে গোয়ালন্দ উপজেলার জামতলা দাখিল মাদ্রাসা-এর ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
 ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ ১০১টি প্রান্ত ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিল।
 প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং খাদ্য মন্ত্রী সাধান চন্দ্র মজুমদার মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
 উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী প্রান্তে কালেক্টরেটের সম্মেলন কক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ